Letra Prem de Hridoy Khan

Letra de Prem

Hridoy Khan


Prem
Hridoy Khan
(0 votos)
একি অনুভবে ভাবনা ভাবায়
ভালবাসা সে চলে যায়
ফীড়ে আয় ডাকি বারে বারে
সে তো দেয় না ধরা

যেন মনে মনে মন ভোলানো
নিজেকে নিজে ঠকানো
যা বলার বলা না বলা
ভুল ফুল ফোটানো

প্রেম বল তুমি কি
দেখাবে সোনালি দিন
প্রেম বল তুমি কি?
ভোলাবে দুখেরই দিন

প্রেম বল তুমি কি
দেখাবে সোনালি দিন
প্রেম বল তুমি কি
ভোলাবে দুখেরই দিন

বুঝি না কি করে
দোটানায় কাটেনা আর
ভাবি একবার তারে ভুলে যাব
ভাবি তারে আরও বেশি

কাছে যত আসি
তত দূরে যাই
বলতে চাই
নিজেকে কত দেব ফাকি

প্রেম বল তুমি কি
দেখাবে সোনালি দিন
প্রেম বল তুমি কি?
ভোলাবে দুখেরই দিন

প্রেম বল তুমি কি
দেখাবে সোনালি দিন
প্রেম বল তুমি কি
ভোলাবে দুখেরই দিন

দখিনা হাওয়ায় নিয়ে যাও
মুছে দাও যত স্মৃতি তাও
সে ত স্মৃতি নয়
সে যে অনুভবে দুঃখ জাগানিয়া বাশি

কাছে যত আসি
তত দূরে যাই
বলতে চাই
নিজেকে কত দেব ফাকি

প্রেম বল তুমি কি
দেখাবে সোনালি দিন
প্রেম বল তুমি কি?
ভোলাবে দুখেরই দিন

প্রেম বল তুমি কি
দেখাবে সোনালি দিন
প্রেম বল তুমি কি
ভোলাবে দুখেরই দিন

Lyrics Provided By @SShanto33


Comparte Prem! con tus amigos.


Que tal te parece Prem de Hridoy Khan?
Pesima
Mala
Regular
Buena
Excelente