Dhulomakha CanvasSomlata
(0 votos)
ধুলোমাখা ক্যানভাস
ঝাপসা আকাশ
রেখে ছেঁড়া বাতাসে
ভেসে যায়, ভেসে যায়
আবছায়া ল্যাম্প শেড
রাত জাগা ঘর
পাশ ফেরা স্বপ্ন
মুছে যায়, মুছে যায়
ছায়া ছায়া সংলাপ
কষ্টের পাথর
শহরের জানলায় আসে না ভোর
একা মন চলে যায় ভুল ঠিকানায়
বাস-ভূমি ইচ্ছের আসে কোথায়.
ভাঙচুর কিনারায় বালির পোশাক
দারুন হতাশা দু-মুঠো
চাঁদ ভাসি রাত ঘুম
নিথর জীবন
উড়ে যাওয়া খড় কুটো
ভাঙচুর কিনারায় বালির পোশাক
দারুন হতাশা দু-মুঠো
চাঁদ ভাসি রাত ঘুম
নিথর জীবন
উড়ে যাওয়া খড় কুটো
স্বপ্নের চাবি রিং
উধাও নিখোঁজ
বেওয়ারিশ খবরের
লাশ কাটা রোজ
ঘরে আকাশের খোঁজ
বীণ পাখি মন
স্কাই লাইনে মেঘ
ধূসর জীবন.
আধখানা কফি কাপ
কষ্টের চুমুক
দম বাধা জমাট ধোয়াশা
ঢেউ উঠা পাজরের উথাল-পাথাল
মরে যাওয়া ভালোবাসা
আধখানা কফি কাপ
কষ্টের চুমুক
দম বাধা জমাট ধোয়াশা
ঢেউ উঠা পাজরের উথাল-পাথাল
মরে যাওয়া ভালোবাসা
ছাইচাপা আগুনে উষ্ণ জীবন
ধিকি ধিকি পুড়ে যায় ভুল পাহারায়
নিশি কালো বাতাসে বিশাদ বারুদ
তবুও কাছে ডাকে আয় তোমায় আমায়.
Comparte
Dhulomakha Canvas! con tus amigos.
Que tal te parece
Dhulomakha Canvas de Somlata?