Letra Khachar Bhitor de Bappa Mazumder

Letra de Khachar Bhitor

Bappa Mazumder


Khachar Bhitor
Bappa Mazumder
(0 votos)
আট কুঠুরী নয়
দরজা আঁটা
মধ্যে মধ্যে
ঝরকা কাটা
তার উপরে সদর কোঠা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়
কোমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি
কোমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি
কোমনে আসে যায়

কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখি আমার
খাঁচা ভেঙ্গে পাখি আমার
কোন বনে পালায়
কোমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি
কোমনে আসে যায়

মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশে
মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশে
কোন দিন খাঁচা পড়বে খসে
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়
কোমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি
কোমনে আসে যায়

তারে ধরতে পারলে মন বেড়ি
ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়
কোমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি
কোমনে আসে যায়


Comparte Khachar Bhitor! con tus amigos.


Que tal te parece Khachar Bhitor de Bappa Mazumder?
Pesima
Mala
Regular
Buena
Excelente